অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সোনাইছড়ি ও ঘুমধুম স্কুল পরিদর্শণ

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু হাসান সিদ্দিক উপজেলা পর্যায়ে বিভিন্ন স্কুল পরিদর্শণ করেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়ন পরির্দশণ করেন তিনি।

সোনাইছড়ি জুনিয়র হাই স্কুল, সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়ইতলী জুনিয়র হাই স্কুল পরিদর্শণকালে তিনি মাদকদ্রব্য, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষা বিষয়ক গঠণমূলক এবং দিক নির্দেশণামূলক আলোচনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ব্যয় না করে শিক্ষার্থীদের লেখাপড়া করার পরামর্শ দেন তিনি।

এসময় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যার কথা তুলে ধরেন শিক্ষকবৃন্দ। এসময় উন্নয়নকর্মী এ্যানিং মার্মা, প্রধান শিক্ষক এএসএম আলমগীর, হামিদুল হকসহ সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি, পরিদর্শণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন