অনুর্ধ্ব’১৬ জাতীয় ফুটবল দলের দ্বারপ্রান্তে পানছড়ির রাশেদ

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

পানছড়ির তরুণ ফুটবলার রাশেদ অনুর্ধ্ব’১৬ জাতীয় ফুটবল দলে দেশের সেরা চল্লিশ থেকে সেরা পঁচিশে স্থান নিতে এখন ঢাকায়।

শনিবার থেকে বাংলাদেশ শারীরিক শিক্ষা কলেজ মাঠ ঢাকায় অনুষ্ঠিত হবে একুশ দিনের চুড়ান্ত ক্যাম্প। এই ক্যাম্প থেকে বাছাই হবে জাতীয় অনুর্ধ্ব’১৬ দল গঠনের জন্য সেরা পঁচিশ।

নিজ যোগ্যতায় খাগড়াছড়ি জেলা হতে একমাত্র জায়গা করে নেয়া ও চট্টগ্রাম বিভাগীয় দলের হয়ে খেলা এই তরুণ যে কোন পজিশনে খেলতে অভ্যস্ত।

৩নং সদর পানছড়ি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু ও ক্যাপ্রুচাই মারমার হাতে গড়া পানছড়ি ফুটবল একাডেমির অত্যন্ত পরিশ্রমি উদীয়মান মিডফিল্ডার রাশেদ পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে অধ্যয়নরত। সে দমদম গ্রামের আবদুর রবের ছেলে।

চলতি বছরের এপ্রিল মাসে ঢাকা বসুন্ধরা কিংস অনুর্ধ্ব’১৭ ফুটবল দলে ইয়েস কার্ডের যোগ্যতাও অর্জন করে সে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুহাম্মদ আবুল হাশেম বলেন, সে পানছড়ির গর্ব। এক সৌজন্যে সাক্ষাতে তাকে সার্বিক সহযোগিতা দিয়ে নিজের সেরাটুকু বিলিয়ে দিতে উপদেশ প্রদান করেন তিনি। রাশেদ পানছড়ি তথা খাগড়াছড়িবাসীর কাছে দোয়াপ্রার্থী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন