“এসময় পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র উদ্ধার ও সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যার বিচার দাবি জানান নেতৃবৃন্দ।”

অপহরণের তিন বছরেও সন্ধান মেলেনি মংপু’র

fec-image

 

বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মংপু অপহরণের তিন বছর পূর্ণ হলো ১৩ জুন। আজও তার সন্ধান মেলেনি। তার স্মরণে পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (১৩জুন) দুপুরে বান্দরবান সদর উপজেলার বাঘমারা জামছড়ি এলাকায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি পাইহ্লা অং মারমা।

এতে বক্তারা মংপু অপহরণ ঘটনার জন্য আবারো পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএসকে দায়ী করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাাব জানান। এসময় পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র উদ্ধার ও সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যার বিচার দাবি জানান নেতৃবৃন্দ।

বাচনু মারমার সভাপতিত্বে সমাবেশে ক্যসিং শৈ মারমা, মংনু মারমা প্রমুখ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত ২০১৬ সনে ১৩ জুন সদর উপজেলার জামছড়ি মুখ পাড়ায় নিজ বাড়ি থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা আওয়ামী লীগের সদর উপজেলার সাবেক সহ-সভাপতি মংপু মারমাকে অপহরণের পর হত্যা করে সন্ত্রাসীরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অপহরণের, মংপু’র
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন