অবহেলিত বাঘাইছড়ি পৌরসভা উন্নয়নে বদ্ধপরিকর

 

বাঘাইছড়ি প্রতিনিধি:

অবহেলিত বাঘাইছড়ি পৌরসভার  ২২.২৭ বর্গমিটারে উন্নয়নে আমি বদ্ধপরিকর। বাঘাইছড়ি পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গৃহীত ৩৯(উনচল্লিশ)টি গ্রুপের প্রকল্প বাস্তবায়নের নিমিত্তে ১কোটি ৭৮লক্ষ টাকার প্রকল্পের কার্ষক্রম ভিত্তি প্রস্তর স্থাপন কালে বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান িএকথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দিপংকর তালুকদার এর সহযোগিতায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর বাঘাইছড়ি পৌরসভার উন্নয়নের প্রথম ধাপে ৩৯টি প্রকল্প তথা ১কোটি ৭৮লক্ষ টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান।

বাঘাইছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. বাহার উদ্দিন সরকার বলেন, আওয়ামী লীগ সরকার ডিজিটাল বাংলাদেশ ও মধ্যম আয়ের দেশ গঠনের লক্ষে বাঘাইছড়ি পৌরসভার উন্নয়নে সকলের সহযোগিতায় প্রথম ধাপের ১কোটি ৭৮লক্ষ টাকার প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করছেন।

কাচালং বিজিবি পাবলিক স্কুলের বাউন্ডারি ওয়াল ও গেইট নির্মাণে স্থান পরিদর্শন করেন তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন