“ওই সময় পুলিশ আত্মরক্ষার্থে ২ রাউন্ড ফাকা গুলি বর্ষন করে। ”

আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

fec-image

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২০নং ক্যাম্পে পুলিশ দুর্ধর্ষ সন্ত্রাসী আবু তাহেরকে আটক করে নিয়ে আসার পথে ৪/৫ শতাধিক রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশকে অবরুদ্ধ করে রাখে এবং ক্যাম্পের অভ্যন্তরে রাস্তায় বেরিকেট দেয়।

বুধবার দুপুর ১২ টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। পরে ক্যাম্পে নিয়োজিত বিশেষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিসহ পুলিশকে উদ্ধার করে নিয়ে আসে।

রোহিঙ্গা ক্যাম্প বর্তমানে সন্ত্রাসীদের আরতখানায় পরিণত হয়েছে। খুন, ছিনতাই, চুরি, ডাকাতি, অবৈধ ব্যবসা, নিত্য নৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। উখিয়ার ২২টি রোহিঙ্গা শিবিরে প্রায় ৭ লক্ষাধিক রোহিঙ্গা রাতের বেলায় নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন রোহিঙ্গা নেতা সিরাজুল মোস্তাফা ও মোহাম্মদ নুর।

সন্ত্রাসীরা দিনের বেলায় ঘুমিয়ে থাকলেও রাত হলে ক্যাম্পে ছড়িয়ে পড়ে। যার কারণে যুবতি মহিলাদের ঘরে রাখতেও তারা চিন্তিত হয়ে পড়েছে। রোহিঙ্গাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে একদিন রোহিঙ্গারা স্থানীয়দের বিপক্ষে অবস্থান নেবে। তাই এখনো সময় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের খুঁজে বের করে আটক করার। তারা যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপরও চড়াও হয়ে উঠেছে তা ভাবতে হবে এসব সন্ত্রাসী রোহিঙ্গারা কতদূর পর্যন্ত পৌঁছেছে।

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানান, এনজিও সংস্থার লোকজন রোহিঙ্গাদের দা, কোড়াল, সরবরাহ দিয়েছে। তিনি বলেন, ওই সব রোহিঙ্গারা সাধারণ রোহিঙ্গাদের মারধর করতে দ্বিধাবোধ করেনা। সম্প্রতি ওইসব রোহিঙ্গা সন্ত্রাসীরা বালুখালী ক্যাম্পের হেডমাঝি আরিফ উল্লাহকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করেছে।

বুধবার ২০ নং ক্যাম্পের ঘটনার ব্যাপারে জানতে চাইলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম জানান, ক্যাম্প পুলিশ ১ জন উশৃঙ্খল রোহিঙ্গাকে ধরে নিয়ে আসার সময় এ ঘটনা ঘটে। ওই সময় পুলিশ আত্মরক্ষার্থে ২ রাউন্ড ফাকা গুলি বর্ষন করে। আটককৃত সন্ত্রাসী আবু তাহের মিয়ানমারের তুমব্র“ বাজারের বাসিন্দা বলে রোহিঙ্গা নেতা মোহাম্মদ হোছন জানিয়েছেন।

উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, ক্যাম্প পুলিশ একজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করে উখিয়া থানার পুলিশের নিকট সোপর্দ্দ করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন