আদালতে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা 

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার:
কক্সবাজারে আদালতে ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করলেন নিজের মা।
নিজের একমাত্র ছেলে সিরাজ আহমদ (৪২) ও তার ২ সন্ত্রাসী ছেলের বিরুদ্ধে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন বৃদ্ধা মা মাহমুদা খাতুন। ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর কক্সবাজার আদালতে পিতামাতার ভরণপোষণ আইনে ১ম মামলাটি করে আলোচিত হয়েছিলেন এই বৃদ্ধা মাহমুদা খাতুন।
গত দেড় বছরে কোন ভরণপোষণ পাওয়ার বদলে উল্টো লাঞ্চনা-বঞ্চনাই শুধু পেয়েছে তিনি। তাই ছেলে সিরাজ আহমদ ও তার দুই ছেলেআবদুল খালেক (২৫) ও মাহমুদুল  হক (২২) বৃদ্ধাকে চরমভাবে অত্যাচার ও নির্মম ভাবে মারধর করায় ২৭ আগস্ট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া) আদালতে ২য়  মামলাটি দায়ের করেন তিনি।
সি.আর.-২৭১/২০১৮ মামলাটি দায়ের করলে আদালতের বিচারক রাজীব কুমার দেব মামলাটি আমলে নিয়ে উখিয়া থানার ও.সি’কে তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন। বাদীপক্ষে আইনজীবী ছিলেন এড. নুরুল ইসলাম (নূরু), এড. কফিল উদ্দীন চৌধুরী ও এড. সুরঞ্জিত পাল প্রমূখ।
Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন