আদিবাসী দিবস পালনের প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ

fec-image

বাংলাদেশে উপজাতি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ও কুচক্রী মহল কর্তৃক আদিবাসী দিবস পালনের নামে ও আদিবাসী ইস্যুর অন্তরালে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে সচেতন পার্বত্যবাসীর ব্যানারে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮আগস্ট) সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে এবারের স্লোগানে বলা হয়েছে-‘রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র রুখে দিন। পার্বত্য চট্টগ্রামের অখন্ডতা রক্ষায় ভূমিকা রাখুন’।

‘আদিবাসী ইস্যুর অন্তরালে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র বন্ধ করো, করতে হবে। কেউ নেই আদিবাসী, আমরা সবাই বাংলাদেশী’।

সূত্রটি জানায়- বৃহস্পতিবার সকাল ১০টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। পরবর্তী উক্ত স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে আগত জনতারা বাংলাদেশে উপজাতি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ও কুচক্রী মহল কর্তৃক আদিবাসী দিবস পালনের নামে ও আদিবাসী ইস্যুর অন্তরালে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ জানাবে। সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা অংশ নিবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন