“ইংল্যান্ডের ম্যানচেষ্টারে খেলা শুরুর আগে থেকেই উত্তাপ ছড়িয়ে পড়েছে ক্রিকেট বিশ্বে। গতবার সেমিফাইনাল খেললেও এবারে ভারত-পাকিস্তানের দেখা হচ্ছে প্রথম পর্বেই।”

উত্তেজনার ভারত–পাকিস্তান ম্যাচ

fec-image

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনায় ভরপুর। আর সেটা যদি হয় বিশ্বকাপের মাঠে তাহলে তো কথাই নেই। আজ রবিবার (১৬ জুন) বিকাল সাড়ে তিনটায় শুরু হচ্ছে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ।

ইংল্যান্ডের ম্যানচেষ্টারে খেলা শুরুর আগে থেকেই উত্তাপ ছড়িয়ে পড়েছে ক্রিকেট বিশ্বে। গতবার সেমিফাইনাল খেললেও এবারে ভারত-পাকিস্তানের দেখা হচ্ছে প্রথম পর্বেই।

কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক বলেছিলেন, তাঁর দেশের অনেকেই মনে করেন, বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় পেলে বিশ্বকাপ না জিতলেও চলবে। আজকের ম্যাচ নিয়ে পাকিস্তানি এক সমর্থকের টুইট, ‘ক্রিকেটে আমরা সব সময়ই ভারতের ওপর ছড়ি ঘুরিয়েছি। এটাকে যুদ্ধ বা খেলা যা-ই বলুন, রোববার আমরাই জিতব।’

২০০৮ সালে মুম্বাইয়ে পাকিস্তানি জঙ্গিদের সন্ত্রাসী হামলার পর থেকে দল দুটি আর পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। ২০১২-১৩ মৌসুমে একবার শুধু ভারত সফর করেছিল পাকিস্তান। এ ছাড়া দুই দলের দেখা শুধু আইসিসি বা অন্য কোনো টুর্নামেন্টেই হয়। সর্বশেষ ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল গত বছরের এশিয়া কাপে। সেবার গ্রুপ পর্ব আর সুপার ফোরের দুটি ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান।

এশিয়া কাপের সেই লড়াইয়ের পর আজ আবার প্রথম দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের। এবারের লড়াইয়ের অবশ্য অন্য রকম মাত্রা আছে। সেটা গত ফেব্রুয়ারিতে পুলাওয়ামায় আত্মঘাতী হামলায় ভারতের আধা সামরিক বাহিনীর ৪০ জন সদস্য নিহত হওয়ার ঘটনার কারণেই। হামলাটির দায় স্বীকার করেছিল পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ। ভারত সরকারের দাবি, ওই হামলা হয়েছে পাকিস্তান সরকারের মদদে।

ওই হামলার পর ভারতীয় ক্রিকেট মহলে ঝড় ওঠে। অনেকেই বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কটের দাবি তোলেন। সেই দলের নেতৃত্বে ছিলেন সদ্য ভারতের লোকসভার সদস্য হওয়া সাবেক ওপেনার গৌতম গম্ভীর। বিষয়টি আইসিসি পর্যন্ত গড়িয়েছিল। ওই হামলায় নিহত সেনাসদস্যদের সম্মানে ভারতের উইকেটকিপার ধোনি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে তাঁর গ্লাভসে বিশেষ চিহ্ন নিয়ে খেলেছেন। আইসিসি অবশ্য সেটি নিষিদ্ধ করায় পরের ম্যাচে আর দেখা যায়নি।

ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াইয়ের আগের সেই আবেদন এখন অনেকটাই ক্ষয়িষ্ণু। যেমনটা ছিল সুনীল গাভাস্কার-ইমরান খান, শচীন টেন্ডুলকার-ওয়াসিম আকরামদের যুগে।

তবে পুলওয়ামায় হামলার পর ক্রিকেট মাঠে প্রথম দেখা হচ্ছে দুই দলের। ভারত-পাকিস্তান থেকে শত শত মাইল দূরে ম্যানচেস্টারের আকাশেও তাই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ের উত্তাপ ঠিকই টের পাওয়া যাচ্ছে! বিশ্বকাপ চাই না, এই ম্যাচে আমাদের জয় এনে দাও-দুই দলের অধিনায়কের কাছে সমর্থকদের এই আকুতি তো সেটাই বলছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ক্রিকেট, বিশ্বকাপ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন