কক্সবাজার জেলা কারাগারে ৯ কারাপরিদর্শক নিয়োগ

কক্সবাজার প্রতিনিধি:

টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর পুনরায় ক্ষমতাশীন দলের শীর্ষ নেতাদের জেলা কারাগারের বেসরকারি কারা পরিদর্শক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। সেবামূলক ও অবৈতনিক এই পদে এর আগের সরকারের আমলেও দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছিল। এবার নিয়োগ পাওয়া ৯ জনের মধ্যে ৭ জনই ক্ষমতাসীন দলের শীর্ষ নেতা।

কক্সবাজার জেলা কারাগারের জন্য দু’জন সংসদ সদস্য, পাঁচজন পুরুষ ও দু’জন মহিলা সহ মোট ন’জন বেসরকারি কারা পরিদর্শক নিয়োগ দেয়া হয়েছে।

গত ২৭ জানুয়ারি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান স্বাক্ষরিত ০১৫.১৮.৫৮ নম্বর স্মারকে কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. কামাল হোসেনের নিকট প্রেরিত এক পত্রের মাধ্যমে এই নিয়োগ দেয়া হয়। সদ্য নিয়োগপ্রাপ্ত মাসুকুর রহমান বাবু বিষয়টি নিশ্চিত করেন।

নিয়োগপ্রাপ্ত অন্যান্য বেসরকারি কারাপরিদর্শকেরা হলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান, অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার শহরের মধ্যম টেকপাড়ার বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুরত আলমের কন্যা নারীনেত্রী রেবেকা সুলতানা আইরিন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কারাপরিদর্শক, নিয়োগ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন