কাপ্তাইয়ে জাতীয় মৌসুমি প্রতিযোগিতা উদ্বোধন

কাপ্তাইপ্রতিনিধি:

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে জাতীয় মৌসুমি প্রতিযোগিতা ২০১৮ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) মৌসুমি প্রতিযোগিতা উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমীন।

এসময় আরও উপস্থিত ছিলেন, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, চিৎমরম সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সম্পাদক মংসুইছাইন মার্মা, কাপ্তাই শিল্পকলা একাডেমির সদস্য বেতার শিল্পি রওশন শরীফ তানিসহ বিভিন্ন মাধ্যামিকও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণ।

প্রতিযোগিতায় সমবেত জারি গান, নৃত্য, জ্ঞান জিজ্ঞাসা, উপস্থিত বক্তৃতা এবং দেয়ালিকা বিষয়ে দুই শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করে। বিচারকের দায়িত্ব পালন করেন বেতার শিল্পী ঝুলন দত্ত, সহকারী শিক্ষা কর্মকর্তা নিমি চাকমা, নৃত্য শিক্ষক সংগীতা দত্ত এনি, বেতার শিল্পী জ্যাকলিন তংচঙ্গ্যা। কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী দল সমুহ আগামী ৮ সেপ্টেম্বর রাঙ্গামাটি জেলা পর্যায়ে অংশ নিবেন।

নির্বাহী কর্মকর্তা বলেন, খেলাধুলা শরীরকে সুস্থ রাখে ও মনবল বাড়িয়ে দেয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন