Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

কাপ্তাই অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনী প্রচারণা তুঙ্গে

কাপ্তাই প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি.নং-চট্র-১৮৪৩) কাপ্তাই নতুন বাজার শাখার ত্রি-বার্ষিক নির্বাচন আগামি ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) কে সামনে রেখে  নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে।

প্রার্থীরা নিজ নিজ ভোটারদের নিকট ছুটে চলছে। নির্বাচনকে কেন্দ্র করে  চলছে চা-নাস্তা খাওয়ানোর ধুম। ১১টি পদের জন্য ২৬জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছে। এ অটো রিক্সা শ্রমিক –ইউনিয়নে মোট ভোটার ২৩৬জন। প্রার্থীরা পোস্টার ও ব্যানারে এলাকায় তথা সিএনজি স্টেশন পরিপূর্ণ করে রেখেছে।

নির্বাচন কমিশন চেয়ারম্যান এডভোকেট হ্লা থোয়াই মারমা বলেন, আমরা নির্বাচনের দিন কঠোর নিরাপত্তার মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিব বলে জানান।

ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করছে এরা হল  মো. আবু বকর ছিদ্দিকী প্রতিক (চেয়ার), মো. আমির হোসেন (হারিকেন), সহ-সভাপতি ২জন মো. তোফাজ্জল হোসেন (বৈদ্যুতিক পাখা), মো. মুসলিক উদ্দিন (বটগাছ) সাধারণ সম্পাদক ৩জন মো. ইমান আলী (প্রজাপতি), মো. সুজন মিয়া (চাকা), মো. আব্দুল্লাহ (দোয়াত কলম), সহ-সাধারণ সম্পাদক ২জন মো. মনির হোসেন (হাতুড়ি), মো. দিদারুল আলম (হরিণ), সাংগঠনিক পদে ৫জন মো. রাজা মিয়া (ফুটবল), মো. জাহাঙ্গীর আলম (গোলাপ ফুল), মো. জামাল হোসেন (হাঁস), মো. শফিকুল ইসলাম (দেওয়াল ঘড়ি), মো. মুজাহিদুল ইসলাম জুয়েল (ঘোড়া), সহ-সাংগঠনিক ২জন মো. চাঁন মিয়া (রিক্সা), মো. শাহাব উদ্দিন (আম), অর্থ সম্পাদক ২জন মো. কামাল উদ্দিন (তালা), মো. জসিম উদ্দিন দুদু (আনারস), দপ্তর ২জন মো. আরাফাত (টিয়া পাখি), মো. আনোয়ার হোসেন(মাছ), প্রচার ২জন মো. নাছির উদ্দিন (কলস), মো. জালাল উদ্দিন (আপেল)।

এছাড়া কার্যকরী সদস্য পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এরা হল আলো বিকাশ চাকমা ধন্যা (মই), মো. শহিদুল্লাহ (জগ), মো. রফিক (হাত-পাখা) ও মো. শাহ-আলম (হাতি)।

সভাপতি পদ প্রার্থী আবু বকর ছিদ্দীকি বলেন, আমি নির্বাচিত হলে শ্রমিকদের কল্যাণে অসমাপ্ত কাজ করব।

আরেক সভাপতি পদ প্রার্থী আমির হোসেন বলেন, সংগঠনের উন্নয়নে এবং শ্রমিক কর্মচারীদের সুখে দুঃখে পাশে থাকব।

সাধারণ সম্পাদক পদ প্রার্থী ইমান আলী বলেন, শ্রমিক ইউনিয়নে সকলের সুযোগ সুবিধার জন্য মৃত্যু ফান্ড এক লাখ টাকা, চিকিৎসা সেবা পাঁচ হাজার টাকা উন্নতিকরণসহ সকল দাবি পূরণ করার কথা উল্লেখ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন