খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে বিস্ফোরক অধিদপ্তরের তদন্ত কমিটি

ফলোআপ

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছে চট্টগ্রাম অঞ্চলের বিস্ফোরক অধিদপ্তরের ২ সদস্যের তদন্ত কমিটি।

বুধবার সকাল সাড়ে ১১টায় দক্ষিণ খবংপুড়িয়া এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন গঠিত কমিটির  বিস্ফোরক পরিদর্শক তোফাজ্জল হোসেন ও মেহেদী ইসলাম খান। প্রাথমিক তদন্তে বিকল্প পদ্ধতিতে গ্যাস স্থানান্তরের আলামত খুঁজে পায় তদন্ত কমিটির সদস্যরা।

বিস্ফোরক অধিদপ্তরের ২ সদস্যের তদন্ত কমিটির বিস্ফোরক পরিদর্শক তোফাজ্জল হোসেন ও সহকারী বিস্ফোরক পরিদর্শক মেহেদী ইসলাম খান সাংবাদিকদের জানান, প্রাথমকি ভাবে ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ ও ঘটনাস্থল দেখে ধারণা করা হচ্ছে এটি নিছক দুর্ঘটনা নয়, গোডাউনে অবৈধ ভাবে বিকল্প পদ্ধতিতে গ্যাস স্থান্তারিত করার ফলে এ ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার ভোর রাতে খাগড়াছড়ির দক্ষিণ খবংপুড়িয়া এলাকায় ক্যান্টন এন্টারপ্রাইজের এ গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শ্রমিকসহ ৭ জন দগ্ধ হয়। তাদের মধ্যে আশঙ্কা জনক ৪ ব্যক্তিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, গ্যাস বিস্ফোরক, তদন্ত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন