“শিশু ও নারী উন্নয়নে সচেনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় এ প্রশিক্ষনের উদ্বোধন ”

খাগড়াছড়িতে টেলিভিশন সাংবাদিকদের তিন দিনব্যাপী কর্মশালা

fec-image

 

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে ও টিভি খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সহযোগিতায় খাগড়াছড়িতে শুরু হয়েছে টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

বৃহস্পতিবার খাগড়াছড়ি প্রেসক্লাব হল রুমে শিশু ও নারী উন্নয়নে সচেনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় এ প্রশিক্ষনের উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের প্রোগ্রামার মোহা: আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।

আরো বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া ও সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ।

কর্মশালায় খাগড়াছড়ি জেলা সদরে কর্মরত বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ৩০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কর্মশালা, খাগড়াছড়িতে, টেলিভিশন সাংবাদিকদের
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন