খাগড়াছড়িতে পাহাড় ধসে বসতবাড়ী ক্ষতিগ্রস্ত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

fec-image

খাগড়াছড়িতে টানা বর্ষনে পাহাড় ধস দেখা দিয়েছে। ইতিমধ্যে খাগড়াছড়ি পৌর শহরের শালবাগানে পাহাড় ধসে বেশ কিছু বসতবাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের উপর পাহাড় ধসে পড়ায় খাগড়াছড়ির সাথে রাঙামাটির লংগদুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করছে পৌর প্রশাসন।

এদিকে অতিবৃষ্টিতে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় সোমবার বিকালে জরুরী সভা ডেকেছে জেলা প্রশাসন। খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম জানান, আশ্রয় কেন্দ্রগুলোা প্রস্তুত রাখা হয়েছে।

প্রসঙ্গত,খাগড়াছড়ি বিশেষ করে শহরের কলাবাগান, নেন্সিবাজার, মোল্লাাপাড়া, কৈবল্যপিঠ, আঠার পরিবার, শালবন ও মোহাম্মদপুরসহ জেলার বিভিন্ন এলাকায় এভাবে পাহাড়ের ঢালে ঢালে এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে বাস করছে সহস্রাধিক পরিবার। বিগত বছরগুলোতে পাহাড় ধসে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন