চকরিয়ায় জাতীয় পাট দিবসের র‍্যালী ও আলোচনা সভা

 

চকরিয়া প্রতিনিধি:

‘সোনালী আঁশের সোনার দেশ পাটপণ্যের বাংলাদেশ’ স্লোগানকে সামনে নিয়ে কক্সবাজারের চকরিয়ায় জাতীয় পাট দিবসের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (৬মার্চ) সকাল ১০টায় চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি কোটসেন্টারস্থ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তন ‘মোহনায়’ গিয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম।

প্রধান অতিথি বলেন, সোনালী আঁশ খ্যাত পাট বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ন অর্থকরী ফসল। এ পাটের সাথে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য গভীরভাবে জড়িয়ে রয়েছে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। সোনালী আঁশ পাট শিল্পের পুরানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে সরকার কৃষকদের সার্বিক সহযোগীতা করে আসছে।

তিনি আরো বলেন, পাট জাতের সার্বিক উন্নয়নে সরকার পাট আইন ২০১৭ প্রনয়ন করেছে। দেশের গন্তব্য পেরিয়ে পন্য পরিবহন সহ সকল প্রকার প্যাকেজিংয়ে পাট একটি গুরুত্বপূর্ন অবদান রেখে যাচ্ছে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন-চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার ইখতিয়ার উদ্দিন মো.আরাফাত, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. ফেরদৌসী আকাতার দিপ্তী,জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য আমিনুর রশিদ দুলাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন