চকরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজন

fec-image

মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ও মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুশীল অর্থনীতির অগ্রগতি এই প্রতিবাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ” ২০১৯ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুরের চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন, সারা দেশের ন্যায় চকরিয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে এ দিবস পালন করা হবে। দিবসটিকে ঘিরে ব্যানার ফেস্টুন সহযোগে র‌্যালী, পোনা অবমুক্তকরণ, ফরমালিন বিরোধী অভিযান মৎস্য আইন, মৎস্য চাষ বিষয়ে বির্তক প্রতিযোগিতা ও হাটবাজাওে মৎস্য চাষে উদ্বুদ্ধকরণ সভা আয়োজন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী সাইফ উল্লাহ সাইফুল, দুলাল কান্তি দেসহ জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার কর্মরত সাংবাদিকবৃন্দ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া উপজেলা, জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন