চকরিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. রুবেল (৩০) নামের দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিএমচর ইউনিয়নের বেতুয়া বাজারস্থ মাতামুহুরী চর এলাকা থেকে ধৃত আসামীকে গ্রেফতার করা হয়। সাজাপ্রাপ্ত আসামি রুবেল উপকূলীয় বদরখালী ইউনিয়নের পূর্বখাসপাড়া এলাকার জিয়াউল করিমের ছেলে।

পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার বিএমচর ইউনিয়নের বেতুয়া বাজারস্থ মাতামুহুরী নদীর চর এলাকায় সাজাপ্রাপ্ত পালাতক এক আসামি অবস্থান করার সংবাদ পেয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত দুই বছরের সাজাপ্রাপ্ত মো রুবেল (৩০) নামের পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. বখতিয়ার চৌধুরীর নির্দেশে বদরখালী পুলিশ ফাঁড়ির (আইসি) এস আইমংথোয়াইহ্লাচাক এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ধৃত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন। সাজাপ্রাপ্ত আসামীর বিরুদ্ধে প্রতারণা মামলায় আদালত দুই বছর সাজা পরোয়ানা জারী করে। ধৃত আসামি সাজা পরোয়ানা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত পালাতক এক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে  প্রতারণা মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে উপস্থাপনের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন