জেনে নিন ফল ও সবজি ফরমালিনমুক্ত করার উপায়

লাইফস্টাইল ডেস্ক:

ফল ও শাক-সবজিতে অনেক সময় মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর কীটনাশক বা রাসায়নিক ব্যবহার করা হয়।

খাবারে কীটনাশক থাকলে ক্যান্সার, ডায়াবেটিস, পারকিনসন্স, আলঝেইমারের মতো নিউরোডিজেনারেটিভ রোগ, সন্তানের জন্মগত ত্রুটি, প্রজননে সমস্যা, অ্যাজমা এসব দেখা দিতে পারে।

শুধু পানিতে ধুয়ে কীটনাশক ও রাসায়নিক অনেকটা দূর করা গেলেও পুরোপুরি দূর করা সম্ভব না।

ফল ও শাক-সবজি থেকে কীটনাশক ও রাসায়নিক দূর করার উপায় জেনে নিন।

কানেকটিকাট এগ্রিকালচারাল এক্সিপেরিমেন্ট স্টেশনের এক গবেষণায় জানা গেছে, কলের চলমান পানিতে ধোয়া ফল ও সবজিতে ১২টি কীটনাশকের মধ্যে ৯টি দূর হয়।

লেটুস, স্ট্রবেরি ও টমেটোর ১শ’ ৯৬টি নমুনা পরীক্ষা করে দেখা গেছে, সেগুলো পানিতে ডলে ধোয়ার চেয়ে কলের চলমান পানিতে ধোয়ার ফলে কীটনাশক ও রাসায়নিক তাড়াতাড়ি দূর হয়।

অপর এক গবেষণায় দেখা গেছে ভিনেগারে বা লবণ পানিতে সবজি ২০ মিনিট ডুবিয়ে রাখলে ক্লোরপাইরিফোস, ডিডিটি, সাইপারমেথরিন ও ক্লোরোথালোনিল এর মতো কীটনাশক দূর হয়।

ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির নতুন এক গবেষণায় দেখা গেছে, বেকিং সোডার দ্রবণে দুই মিনিট আপেল ডুবিয়ে রাখলে তা কলের চলমান পানির ধারা বা ব্লিচ দ্রবণের ডুবিয়ে রাখার চেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখে। অবশ্য বেকিং সোডার দ্রবণে আপেল অন্তত ১৫ মিনিট ডুবিয়ে রাখলে তবেই রাসায়নিক দূর হয়। এক্ষেত্রে এক চামচ বেকিং সোডার সাথে দুই কাপ পানি মেশাতে হবে। অবশ্য এই কৌশল শুধু আপেলের ক্ষেত্রেই কাজে আসে। অন্য ফলের জন্য তেমন কার্যকর নাও হতে পারে।

মাশরুম পানিতে ভালো করে ধুয়ে বা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে তারপর শুকনো কাপড়ে চেপে মুছে নিতে হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জেনে নিন ফল ও সবজি ফরমালিনমুক্ত করার উপায়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *