টেকনাফে বিজিবির অভিযানে ৪লাখ টাকার মদ-বিয়ার জব্দ: আটক ১

tek pic 01-06-2013 (1)

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ:
মায়ানমার থেকে বাংলাদেশে চোরাইপথে মাদক পাচারকালে মিয়ানমার এক নাগরিকসহ প্রায় ৪লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, ১ জুন সকাল ৭টায় টেকনাফ সদর বিওপির আড়াই নম্বর সুইচ গেইট এলাকা থেকে আটক করে। সীমান্তের চোরাই পথ টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া দিয়ে প্রবেশকালে বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার লুৎফর রহমানের নেতৃত্বে পাচারকালে ব্যবহৃত একটি কাঠের নৌকাসহ ৩৬ বোতল মান্ডেলী রাম মদ, ৮৪০ ক্যান বিয়ার, ৯৮০ বোতল বিদেশী মদ, ১৮ কেজি ক্যারেন্ট জাল, ২ বস্তা গরু মোটাতাজা করণ ট্যাবলেট জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য ৯ লক্ষ ৯২ হাজার ৪’শ টাকা। এসময় মিয়ানমারের এক পাচারকারীকে আটক করে ।

আটককৃত ব্যক্তি মিয়ানমারের আকিয়ার জেলার মংডু থানার ডেইল পাড়া গ্রামের মো. সোলেমানের পুত্র মো. শুক্কুর (৩০)। এ ব্যাপারে ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানার সোর্পদ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন