Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

ডিজিটাল আইল্যান্ড প্রকল্পে বদলে যাচ্ছে মহেশখালী

m copy
মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে আন্তর্জাতিক অভিবাসন সংস্হা (আইওএম) ও কোরিয়ান টেলিকমের(কে টি) আর্থিক সহযোগিতায় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহযোগিতায় বাস্তবায়ন হতে যাচ্ছে ডিজিটাল গিগা আইল্যান্ড মহেশখালী প্রকল্প৷ ওই প্রকল্প বাস্তবায়িত হবে শিক্ষা, স্বাস্থ্য, এবং ই লার্নিং’র উপর৷

ইতিমধ্যে তারই অংশ হিসেবে মহেশখালী পৌরসভাসহ মোট তিনটি ইউনিয়নকে ডিজিটালাইজ করা হয়েছে৷ তারমধ্যে প্রাইমারি স্কুল, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিকসহ সকল সরকারি প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন৷

ডিজিটাল মহেশখালীর প্রকল্পের আওতায় ই-সেবার মাধ্যমে স্কুল মাদ্রাসা সমূহে ই-লার্নিং ক্লাস সমূহ পরিচালিত হবে৷ সকল কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ই-সেবার আওতায় অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামাদির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে৷ মহেশখালীর জনগোষ্ঠীকে দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে স্থাপন করা হয়েছে ই-লার্নিং ট্রেনিং সেন্টার৷

বিগত ১১ এপ্রিল ওই প্রকল্পের অংশ হিসেবে সেবা স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আঠারো জন আবাসিক মেডিকেল অফিসারদের তিনদিনের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়৷

20170413_153245 copy

গত ১৩ এপ্রিল আঠারো জন প্রশিক্ষণ প্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার, কোরিয়ান টেলিকম ও আইওএমের প্রতিনিধিসহ মোট বিশজনের এক প্রতিনিধি দল মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল নয়টা হতে দুপুর একটা পর্যন্ত বিনামূল্যে ৬০জন গরীব দুস্ত রুগীদের চিকিৎসাসেবা প্রদান করেন৷ যে সকল রুগের চিকিৎসাসেবা দেওয়া হয় তারমধ্যে রোগভেধে আল্ট্রাসনোগ্রাফি, ইউরিন টেস্ট, ইসিজি ইত্যাদি৷

ওই চিকিৎসাসেবা ক্যাম্প পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ  আবুল কালাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও সাজ্জাদ হোসাইন চৌধুরী, সহকারি কমিশনার ভূমি বিভীষণ কান্তি দাশ, কেটির টিম ম্যানেজার Hyoun Jun Sang, হেলকেরিঅনের এরিয়া ম্যানেজার Steven Kim, ক্লিনিক্যাল স্পেশালিস্ট Kim Sujin প্রমুখ৷

20170412_154340 copy

এসময় আরও উপস্থিত ছিলেন, ওই প্রকল্পের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার রিয়াজুল আলম  মাসুম, প্রজেক্ট এসিসট্যান্ট আব্দুল্লাহিল কাফি৷ চিকিৎসা ক্যাম্প শেষে কক্সবাজারের অভিজাত হোটেলে প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তারদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়৷

আগামী ২৭ এপ্রিল ডিজিটাল গিগা আইল্যান্ড মহেশখালী প্রকল্পটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উপস্থিত ছিলেন, তথ্য  যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি৷

ওই প্রকল্পটি বাস্তবায়িত হলে পুরো মহেশখালীর চিত্র পাল্টে যাবে বলেও স্থানীয় জনসাধারণ অভিমত ব্যক্ত করেন৷

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন