parbattanews

ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু 

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:
কাপ্তাই হ্রদের পানিতে ডুবে গেছে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতুটি।
রোববার (১৯আগস্ট) বিকালে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল নামলে হঠাৎ করে সেতুটি ডুবে যায়।
এদিকে বিকেল থেকে পাহাড়ি ঢল নামতে শুরু করলে কাপ্তাই নদীর পানি বেড়ে যেতে থাকে। এতে ২ফুট পানির নিচে তলিয়ে যায় সেতুটির পাটাতন। তবে এখনো পর্যন্ত সেতুর উপর পর্যটকরা চলাচল করছে।
রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বড়ুয়া  জানান, সেতুর উপর ২ফুটের উপর পানি বাড়লে চলাচল নিষেধাজ্ঞা জারি করা হবে। তবে সেতুর পাটাতন তলিয়ে যাওয়ার বিষটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হবে বলে যোগ করেন তিনি।
উল্লেখ্য, আশির দশকে দিকে দুটি পাহাড়ের মাঝখানে তৈরি করা হয় রাঙামাটির আকর্ষণীয় ঝুলন্ত সেতুটি। প্রতি বছর বর্ষা মৌসুমে ঝুলন্ত সেতুটি কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যায়।
Exit mobile version