ডেঙ্গু প্রতিরোধে খাগড়াছড়ি জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান

fec-image

“ডেঙ্গুমুক্ত দেশ চাই, পরিস্কার-পরিচ্ছন্নতার বিকল্প নাই” স্লোগানে খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গনে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী এ অভিযানে নেতৃত্ব দেন। পরে জেলা পরিষদ প্রাঙ্গনে সচেতনতামুলক একটি র‌্যালি বের করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী জীবন রোয়াজা, জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, জাহেদুল আলম, মংশেইপ্রু চৌধুরী অপু, পার্থ ত্রিপুরা জুয়েল, জুয়েল চাকমা, খগেশ্বর ত্রিপুরা, সচিশ চন্দ্র চাকমা, শতরূপা চাকমা, নিগার সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াছমিন, মৎস কর্মকর্তা আবুল খায়ের মো: মোখলেছুর রহমান পরিষদের নাজির মো: সাইফুল্লাহসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা।

পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, ডেঙ্গু থেকে রক্ষায় সচেতনতার বিকল্প নেই। তাই নিজ বাড়ির আঙ্গিনার আবর্জনা পরিস্কার রাখাসহ সকলের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। সে সাথে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে। আশপাশের পরিবেশ পরিচ্ছন্নতার বিষয়ে সকলকে আরও সচেতন হওয়ার আহবান জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কংজরী চৌধুরী, ডেঙ্গু, পরিচ্ছন্নতা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন