Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

থানচিতে পার্বত্য প্রতিমন্ত্রী আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা বেস্টনি

থানচি প্রতিনিধি:

বান্দরবানের থানচিতে ১দিনে সরকারি সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর ( উশৈসিং)।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রীর শুভাগমন উপলক্ষে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ যৌথ আয়োজনে কঠোর নিরাপত্তা বেস্টনিসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে । প্রতিমন্ত্রী আগমনকে ঘিরে থানচিবাসী ও সকলস্তরে জনগণ প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন । প্রস্তুতির মধ্যে তোরন, ব্যানার , ফেস্টুন লিফলেট ছেয়ে গেছে থানচি উপজেলা বিভিন্ন অলিগলিতে । বিরাজ করছে সাজ সাজ রব ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নের বলিবাজার মুসলিম পাড়ায় জামে মসজিদ ভবন নির্মানে ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন,পার্বত্য বান্দরবান জেলা পরিষদের অর্থায়নে নাইন্দারী পাড়া বৌদ্ধ বিহার ক্যাংঘর ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর উদ্বোধন, থানচি হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারের উপসাক-উপাসিকাদের ভাবনা কেন্দ্র নব নির্মিত দ্বোতলা ভবন উদ্বোধন, আলিকদম রাস্তা হতে নারিকেল পাড়া যাওয়ার রাস্তায় ইট সলিংকরণ উদ্বোধন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অর্থায়নের থানচি উপজেলা পরিষদে নব নির্মিত ৫ম তলা ভবন শুভ উদ্বোধন , থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন, প্রধান মন্ত্রী ১০টি উদ্যোগ মধ্যে খাদ্য বান্ধব কর্মসুচী আওতায় থানচি সদর ইউনিয়নের বিক্রয় কেন্দ্র উদ্বোধনসহ উপজেলা পরিষদের প্রাঙ্গনের মত বিনিময় সভা যোগদান করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছে ।

এক সময়ের যোগাযোগ ও পিছিয়ে পড়া দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল হিসেবে পরিচিত বান্দরবানে থানচি উপজেলা সরকারের বিভিন্ন উন্নয়নে বদলে যাচ্ছে থানচির। এগিয়ে চলছে থানচি প্রেক্ষাপট টানা গত ১০ বছর ক্ষমতায় থাকা কালীণ বান্দরবান ৩০০ আসনের এমপি বীর বাহাদুর (উশৈসিং) থানচি উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ, থানচি আলিকদম সড়ক নির্মাণ, থানচি উপজেলা সদরে কলেজ স্থাপন, বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপন, ফাইয়ার সার্ভিস সেন্টার স্থাপন, পুলিশের আবাসন ভবন স্থাপন, সাংগু নদীর উপর সেতু নির্মাণ, উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মান, ৫শত আসন বিশিষ্ট মাল্টিপারপাশ ভবন নির্মান, বলিপাড়া বাজারে হাইস্কুল স্থাপন, রেমাক্রী বাজারে হাই স্কুল স্থাপনসহ অসংখ্য ব্রীজ কালভার্ট,অভ্যন্তরীণ যোগাযোগে রাস্তা, বৌদ্ধ মন্দির , কালি মন্দির, মসজিদ, গীর্জা নির্মানের স্বক্ষম হয়েছে । বর্তমানে মডেল থানচি হিসেবে রুপকারক হিসেবে পরিচিত ও সাফল্য পেয়েছে বীর বাহাদুর ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন