Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

দীঘিনালায় বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালায় বাবুছড়া ৭ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার(৯ জানুয়ারি) বাবুছড়া বিজিবি মাঠে এ চিকিৎসা সেবা কর্মসূচি পরিচালনা করা হয়। বিনামূল্যের এ চিকিৎসা সেবা কর্মসূচি পরিচালনা করেন, ৭ বিজিবির চিকিৎসক ডা. ক্যাপ্টেন রুহুল আমিন।

এ ব্যাপারে চিকিৎসা নিতে আসা গোবিন্দ কার্বারী পাড়া গ্রামের সূচনা দেবী চাকমা(৭০) জনান, শ্বাস কষ্টে ভোগছি। খবর পেয়ে ওষুধ নিতে এসেছি। ওষুধ পেয়ে খুব ভালো লাগছে।

৭ বিজিবির চিকিৎসক, ডা. ক্যাপ্টেন রুহুল আমিন এ ব্যাপারে জানতে চাইলে বলেন, চিকিৎসা ক্যাম্পে শ্বাস কষ্ট এবং ঠান্ডাজনিত রোগী বেশি। তাছাড়া শিশু ও বয়োজ্যেষ্ঠ রোগীও রয়েছে।

এ সময় বাবুছড়া ৭ বিজিবি ব্যাটালিয়ন এলাকার পার্শ্ববর্তী এবং দুর্গম এলাকার গরিব ও দুস্থ তিন শতাধিক রোগীদের চিকিৎসা সেবা-সহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চিকিৎসা, দীঘিনালা, বিজিবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন