adv 728

“নারীদের স্বাধীনতা দিলে মনের মত মুক্ত ভাবে কাজ করতে পারবে”

বন্দরবান প্রতিনিধি :

প্রত্যেক নারীকে তাদের স্বাধীনতা দিতে হবে তাহলে তারা মনের মত মুক্ত ভাবে কাজ করতে পারবে । নারীরা সমাজের বোঝা নয় তারা বর্তমানে দেশ চালানোর হাতিয়ার । তাই এখন থেকে উদ্ধ্যেগ নিতে সবার মিলিত শত্তি একযোগে কাজ করলে দেশ খুব দ্রুত এগিয়ে যাবে তাথে কোন সন্দেহ নেই ।

বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে বান্দরবানে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

মঙ্গলবার(৯অক্টোবর)  সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানব বন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মো: দাওদুল ইসলামের সভাপতিত্বে মানব বন্ধনে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শুসমিতা সুসমীতা খীসা সহ বিভিন্ন মহিলা সংগঠনের সদস্য বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + twenty =

আরও পড়ুন