নারী উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই

Nari Dibos-08-03-2017 copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

‘নারী পুরুষ সমতায়, উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ হতে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‌্যলি, আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি।

বুধবার সকাল সাড়ে ১০টায় র‌্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার নারী সদস্যরা দলবেধে অংশগ্রহণ করেন। নারী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম সরওয়ার কামাল। বক্তৃতায় তিনি বলেন, শিক্ষা ছাড়া নারী উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নারীদের এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই প্রত্যেক নারীকে শিক্ষিত হয়ে নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি সমাজ ও দেশের জন্য অবদান রাখতে হবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে নারী দিবসের আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ক্যউচিং চাক, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, থানা অফিসার ইনচার্জ (ওসি) এএইচ তৌহিদ কবির, এমপি প্রতিনিধি আলহাজ্ব খায়রুল বাশার, অধ্যক্ষ ওআম রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক তসলিম ইকবাল চৌধুরী, সদস্য সচিব ইমরান মেম্বার, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তারেক রহমান, উপজেলা শিক্ষা অফিসার আবু আহমদ, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার, কৃষকলীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল, মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওজিফা খাতুন রুবি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন প্রমুখ।

অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতি নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন