“২০২০ সাল থেকে এই বিশেষ সুবিধা দেওয়া শুরু করবে নাসা।”

পর্যটকদের মহাকাশে ভ্রমনের ব্যবস্থা করলো নাসা

fec-image

 

আন্তর্জাতিক স্পেস স্টেশনে সাধারণ মানুষকে বেড়ানোর সুযোগ দিচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। শুক্রবার থেকে বহুল প্রতীক্ষিত এই ‘অফারে’র ঘোষণা দিয়েছে তারা।

তবে প্রতি রাতে সেজন্য তাদের গুণতে হবে ৩৫ হাজার ডলার। ২০২০ সাল থেকে এই বিশেষ সুবিধা দেওয়া শুরু করবে নাসা।

বিশ্বখ্যাত সাময়িকী বিজনেস ইনসাইডার জানিয়েছে, সাধারণ একজন মহাকাশযাত্রীকে ওই স্টেশনে একদিন থাকতে ২৯ লাখ ৫৭ হাজার টাকা খরচ করতে হবে। এই কার্যক্রম শুরু হবে সামনের বছর থেকে।

নাসা ইতিমধ্যে স্পেস স্টেশনে আরও কিছু বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। এখন তারা এই যাত্রাকে আরও বিস্তৃত করে এগিয়ে নিতে চাইছে।

নাসা জানিয়েছে, বছরে দুইবার তারা সর্বোচ্চ ৩০ দিনের জন্য মহাকাশে পর্যটক নিয়ে যাবে। এ জন্য স্পেসএক্স অথবা বোয়িং কোম্পানির আসন্ন আকাশযান ব্যবহার করা হবে।

দিনপ্রতি ২৯ লাখ টাকা দিতে হবে লাইফ সাপোর্ট, যোগাযোগ এবং অন্য খরচ বাবদ।

আমেরিকার আগে ২০০৮ সালে রাশিয়া পরীক্ষামূলকভাবে স্পেস স্টেশনে পর্যটক পাঠায়। সেবার এক আমেরিকান ব্যবসায়ী ৩০ মিলিয়ন ডলার ব্যয় করে দুই সপ্তাহ ছিলেন। এখন পর্যন্ত মোট সাত জন পর্যটক এভাবে মহাকাশে থেকেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন