Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

পানছড়িতে জাতীয় হাইস্কুল ও শিশু-কিশোরদের প্রোগ্রামিং প্রতিযোগিতা

পানছড়ি প্রতিনিধি:

জেলার পানছড়িতে জাতীয় হাই স্কুল ও শিশু-কিশোরদের নিয়ে ‘প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৮’ শুরু হয়েছে।

জেলা প্রশাসন খাগড়াছড়ির আয়োজনে ও আইসিটি বিভাগের সহযোগিতায় পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে মঙ্গলবার (৩০ মে) থেকে এ কার্যক্রম শুরু হয়।

হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয় মিলে সর্বমোট ত্রিশ জনকে এই প্রোগ্রামিংয়ের আওতায় আনা হয়। এতে কো-অর্ডিনেটরের দায়িত্বে রয়েছে মাহাবুব সোহেল। সঙ্গে রয়েছেন পানছড়ি বালিকা বিদ্যালয়ের আইসিটি’র শিক্ষক সুপ্রিয় চাকমা।

প্রোগ্রামিংয়ে আসা ক্ষুদে শিক্ষার্থী আশিকুল ইসলাম শান্ত, শাহজাবিন কবির এশরাক, সুশান্ত বড়ুয়া, সুমাইয়া ও আনিকা জানায়, তারা কম্পিউটারের মাধ্যমে অনেক কিছু শিখেছে। তাদের দাবি, দুই দিনের না হয়ে আরও বেশী দিনের হলো আরও অনেক কিছু শিখতে পারতো তারা।

কো-অর্ডিনেটর মাহাবুব সোহেল জানান, ছোট ছোট শিশুরা অনেক ভালো করছে। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ পেলে তারা আরও অনেক কিছু জানবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন