পানছড়ির অসহায় ও মেধাবীদের পাশে অল নাইচ

fec-image

পানছড়ি উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গঠিত অল নাইচ গ্রুপ। এটি একটি স্বেচ্ছাসেবী, সামাজিক ও অরাজনৈতিক সংগঠন। যেখানেই সমস্যা সমাধানে ছুটে চলে তারা। এরি মাঝে সম্প্রাদায় ভেদেভেদে কাজ করছে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের নিয়ে।

বিগত এসএসসি’তে পাশ করা কয়েকজনের হাতে অল নাইচের উদ্দ্যেগে তুলে দেয়া হয় পাঠ্য পুস্তক ও আর্থিক সহায়তা।

এ উপলক্ষে পানছড়ি গণপাঠাগার হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৯৮নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার একান্ত সচিব খগেন ত্রিপুরা, পানছড়ি ডিগ্রি কলেজের প্রভাষক ত্রিরতন চাকমা ও উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাবুলসহ সংগঠনের সকল সদস্য।

জিপিএ ফাইভ পাওয়া কৃতি শিক্ষার্থী  দিপা নন্দী বলেন, অল-নাইচ সংগঠনের কার্যক্রম দেখে খুবই ভালো লাগছে। প্রতিটি এলাকায় এমন সংগঠন গড়ে তোলা দরকার বলে তিনি মনে করে।

শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা নিতে আসা মানি চাকমা, মানস ত্রিপুরা, সোনিয়া আক্তার, আজিজুল হক জানায়, এতে আমাদের শিক্ষার প্রতি আরো আগ্রহ বেড়েছে আমরা কোন টেনশন ছাড়াই শিক্ষার কার্যক্রম চালিয়ে যেতে পারব।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন