পানছড়ির বিভিন্ন বাজারে মিয়ানমারের অবৈধ সিগারেটে সয়লাব

fec-image

মিয়ানমার থেকে আসা অবৈধ সিগারেট দখল করে নিয়েছে পানছড়ির বিভিন্ন হাট-বাজারগুলো। চোরাই পথে আসা এসব সিগারেটে ধ্বংস করে দিচ্ছে দেশীয় শিল্পকে। সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। প্রশাসনের নীরব ভুমিকায় হতাশাগ্রস্ত দেশীয় শিল্প প্রতিষ্ঠান।

সরেজমিনে পানছড়ি বাজার, লোগাং, পূজগাংসহ বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায় খোলামেলা ভাবেই বিক্রি হচ্ছে মিয়ানমার থেকে আসা ক্লাসিক, গোল্ডেন ইলিপেন্ট ও গলফ সিগারেট। সব চেয়ে মজার বিষয় হচ্ছে গলফ সিগারেটের প্যাকেটের ভিতর উপহার দেয়া হচ্ছে ভারতীয় রুপি। প্রতিটি কার্টূনে রয়েছে এই উপহার।

তাছাড়া দামেও কম হওয়ায় দেশীয় তৈরি সিগারেটের চাহিদা স্থানীয় বাজারগুলোতে নেই বললেই চলে। পানছড়ি বাজারের বিভিন্ন বড় বড় মুদি দোকানে বিশেষ কায়দায় এসব সিগারেট রাখা হয়। ম্যানেজারের ক্যাশ বাক্সের নিচে, কেউবা সহকারী ম্যানেজারের বাক্সের নিচে কায়দা করে রাখে। অনেকের গোডাউনেও রয়েছে এসব সিগারেট। সিগারেটগুলো কোন পথে আসে সে ব্যাপারে কিছুই জানা যায়নি।

এ ব্যাপারে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, এ ব্যাপারটি আপনার মাধ্যমেই জানতে পারলাম। প্রশাসন খুব দ্রুত ব্যবস্থা নিবে।

পানছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দুলাল হোসেন জানান, ম্যাসেজ যেহেতু পেয়েছি আমরা দ্রুত অভিযান চালাব। এসব অবৈধ সিগারেট বিক্রেতাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন