পানছড়ি বাজার বয়কটের দুই মাস পূর্ণ

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি,

জেলার পানছড়ি উপজেলার একমাত্র প্রাণ কেন্দ্র পানছড়ি বাজার বয়কটের আজ (২০ জুলাই) দুই মাস পূর্তি হয়েছে। গত ১৯ মে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ বাজার বয়কটের ঘোষণা দিলে ২০ মে থেকে তা কার্যকর হয়। দীর্ঘ দুই মাস ধরে রবিবার হাটবারে উপজেলার প্রত্যন্ত এলাকার পাহাড়ি সম্প্রদায়ের লোকজন পন্যাদি নিয়ে বাজারে আসছে না। যার ফলে এবারের উৎপাদিত ফল-ফলাদি থেকে শুরু করে কৃষি পণ্যাদি নিয়ে যেমন বিপাকে ছিল কৃষকেরা তেমনি ক্রেতাবিহীন দোকানপাটে অলস সময় পার করছে বাজার ব্যাবসায়ীরা।

জানা যায়, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে ভ্রাতিঘাতি সংঘর্ষের জের ধরে জেএসএস এর কয়েকজন পানছড়ি বাজারস্থ শুকতারা বোর্ডিংয়ে অবস্থান নেয়ার কারণে ইউপিডিএফ’র পক্ষ থেকে বাজার বয়কটের ঘোষণা দেয়া হয়। এ অবস্থার দীর্ঘ দুই মাস অতিবাহিত হলেও অদ্যবধি কোন সুরাহার লক্ষন দেখা যাচ্ছেনা। যার ফলে ব্যবসায়ী মহল বিভিন্ন সমিতির কিস্তি নিয়ে পড়েছে বিপাকে। এদিকে বে-সরকারি এনজিও সংস্থা আশা, ব্র্যাক, পদক্ষেপ, গ্রামীন ব্যাংক সাপ্তাহিক কিস্তি আদায়ে ব্যবসায়ীদের উপর চাপ প্রয়োগ করছে বলে অনেকেই জানায়।

এমতাবস্থায় পানছড়ি বাজারে ক্রেতা-বিক্রেতার সহবস্থান নিশ্চিতসহ বিভিন্ন সমস্যাদি সমাধানের ব্যাপারে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছে পানছড়ি ব্যবসায়ীসহ আপামর জনগণ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন