প্রখ্যাত কারী ইউসুফের ইন্তেকালে, বিভিন্ন মহলের শোক

বিশেষ প্রতিনিধি:

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী, আহমদ বিন ইউসুফের পিতা, শাইখুল কুররা মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ আজ বাদ ফজর ইন্তেকাল করেছেন৷ ইন্নালিল্লহি.. রাজিউন।
তিনি বিগত কয়েক দিন যাবত শারীরিক অসুস্থতার কারণে লাইফসাপোর্টে ছিলেন৷

মরহুমের ছেলে কারী আহমদ বিন ইউসুফ জানান, আজ বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাযা শেষে মরহুমের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার দৌলতপুর গ্রামে নিয়ে আসা হবে। আগামীকাল সকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

তার ইন্তেকালে বাংলাদেশ হারাল এক শ্রেষ্ঠ সন্তান, তিনি বাংলাদেশের ইলমে কেরাতের এক উজ্জল নক্ষত্র। যার কাছে তালিম নিয়ে অসংখ্য আন্তর্জাতিক কারী তৈরি হয়েছে৷ তিনি ছিলেন কুরআনের এক মহান কারিগর৷

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী একযুক্ত বিবৃতিতে তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন