বাংলা‌দে‌শের আকাশসীমা লংঘন ক‌রে‌ছে মিয়ানমা‌রের হে‌লিকপ্টার

পার্বত্যনিউজ ডেস্ক:

বান্দরবা‌নের আলীকদম সীমা‌ন্তে বাংলা‌দেশ আকাশসীমা লংঘন ক‌রে‌ প্রায় দেড় কি‌লো‌মিটার ভিত‌রে প্রবেশ ক‌রে‌ছে মিয়ানমা‌রের হে‌লিকপ্টার।

বৃহস্প‌তিবার (১২ জুলাই) সকা‌ল সা‌ড়ে ১০টায় এ ঘটনা ঘ‌টে।

বি‌জি‌বি জানায়, বৃহস্প‌তিবার সকা‌লে আলীকদম সীমা‌ন্তের ইয়ংরায় পাড়া এলাকায় ৬৭ ও ৬৮ নাম্বার সীমান্ত পিলা‌রের কাছ দি‌য়ে প্রায় দু’হাজার ফুট উপর দি‌য়ে হে‌লিকপ্টারটি বাংলা‌দেশ সীমানা লংঘন ক‌রে দে‌শের দেড় কি‌লো‌মিটার ভিত‌রে প্রবেশ ক‌রে।

৩০ সে‌কে‌ন্ডের মতো এটি বাংলা‌দে‌শের সীমান্তের উপর দেখা যায়। তারপর পুনরায় মিয়ানমার সীমা‌ন্তের দিকে চ‌লে যায়। তাৎক্ষ‌ণিক বিষয়‌টি নি‌শ্চিত হওয়া না গে‌লেও পরবর্তী‌তে সীমা‌ন্তের ওপা‌রে মিয়ানমা‌রের কো‌নো সীমান্তরক্ষী ক্যাম্প নেই বলে নি‌শ্চিত হওয়া গেছে।

‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বি‌জি‌বি বান্দরবান সেক্ট‌রের কমান্ডার ক‌র্ণেল ইকবাল হো‌সেন জানান, মিয়ানমারের হে‌লিকপ্টার বাংলা‌দে‌শের আকাশসীমা লংঘ‌নের বিষয়‌টি আমরা নি‌শ্চিত হ‌য়ে‌ছি।
প্রায় ত্রিশ সে‌কেন্ড বাংলা‌দে‌শের সীমানায় দেখা‌ গে‌ছে হে‌লিকপ্টার‌টি। কী কার‌ণে হে‌লিকপ্টার‌টি সীমানা পে‌রি‌য়ে ছিল নি‌শ্চিত হওয়া যায়‌নি। এটি প্রায় ২ হাজার ফুট উচু‌তে ছিল।

তিনি জানান, ভুলবশত সীমানা পে‌রি‌য়ে‌ছে বলেই ধারণা করা হ‌চ্ছে। কারণ ওই অঞ্চ‌লে মিয়ানমা‌রের কো‌নো সীমান্ত ক্যাম্প নেই। তারপরও আমরা বিষয়‌টি ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। শুক্রবার আনুষ্ঠা‌নিকভাবে মিয়ানমার‌কে এ ব্যাপারে প্রতিবাদ জানা‌নো হ‌বে।
সূত্র-যুগান্তর।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন