বাইশারীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বই বিতরণ

বাইশারী প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় বই উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।

পহেলা জানুয়ারি সকাল ১০টার সময় বাইশারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বই বিতরণের কার্যক্রম শুরু করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি অফিসার শহিদুল আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুল হাকিম, বাইশারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হরিকান্ত দাস, সহকারী শিক্ষক নুরুল আমিন, মাওলানা আব্দুল লতিফ, অংক্যলা চাক, সনাতন দাশ, জিয়াউল হক, আব্দুল মাবুদ, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব কামাল হোছাইন, সহকারী শিক্ষক মিজানুর রহমান, বাইশারী মডেল কে.জি এন্ড গার্লস হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আবু নছর প্রমুখ।

বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়:

সকাল সাড়ে দশটার সময় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বই বিতরণ উৎসব শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আলহাজ্ব কামাল হোছাইন, সহকারী শিক্ষক তারেকা পারভীন, সাহানু আক্তার রুনা, মিজানুর রহমান, হাবিবুর রহমান প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয় পরিচালনা কমিটি।

প্রধান শিক্ষক আলহাজ্ব কামাল হোছাইন আনুষ্ঠানিকভাবে ছাত্র-ছাত্রীদের মাঝে অতিথিবৃন্দদের নিয়ে নতুন বই তুলে দেন।

বাইশারী মডেল কে.জি এন্ড বালিকা উচ্চ বিদ্যালয়:

অধ্যক্ষ মোহাম্মদ হাছন আলীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বই বিতরণ উৎসব শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাবেকুন্নাহার, সহকারী প্রধান শিক্ষক আবু নছর, সহকারী শিক্ষক নুরুল আমিন প্রমুখ।

বাইশারী শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা:

সকাল ১১টার সময় মাদ্রাসার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বই বিতরণ উৎসব শুরু করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কৃষি অফিসার শহিদুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা সুপার মাওলানা নুরুল হাকিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, করলিয়ামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাফেজ আহামদ বাবুল, মাদ্রাসা সহ সুপার মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুল গফুর, শিক্ষক এমদাদুল হক, মহিউদ্দিন, অফিস সহকারী নাজের হোছাইন, এবতেদায়ী শিক্ষক মাওলানা তমিম গোলাল, সংবাদ কর্মী হাবিবুর রহমান রনি প্রমুখ।

বাইশারী ইসলামী আদর্শ বালিকা মাদ্রাসা:

বেলা সাড়ে এগারটার সময় মাদ্রাসা হলরুমে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বই বিতরণ শুরু করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা শহিদুল আলম, মাদ্রাসা সুপার রফিকুল ইসলাম, সহকারী শিক্ষিকা পারভীন আক্তার, রাবেয়া আক্তার, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুর রশিদ প্রমুখ।

নারিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়:

সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বই বিতরণ উৎসব শুরু করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক আব্দুর রশিদ, পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জলিল, সহ-সভাপতি জালাল আহামদ, সদস্য ফরিদুল আলম, সহকারী শিক্ষিকা কুলছুমা আক্তার প্রমুখ।

বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংহ্লায়েই মার্মা। এছাড়া ওই বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানের সময় কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা-সামগ্রীও বিতরণ করা হয়।

করলিয়ামুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়:

সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক জাফর আলম হেলালীর সভাপতিত্বে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বই বিতরণ উৎসব শুরু  করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কৃষি অফিসার শহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিউল আলম, সিনিয়র সহকারী শিক্ষক হাফেজ আহামদ বাবুল, মাহমুদুল হাসান, সহকারী শিক্ষক লুৎফুর রহমান, কুলছুমা আক্তার, শহিদুল্লাহ, মো. হারুন, সিরাজুল হক প্রমুখ।

এছাড়াও বাইশারী ইউনিয়নে অবস্থিত তুফান আলী পাড়া, ফাঁরিখাল, আলীমিয়া পাড়া, ঈদগড় হেডম্যান পাড়া, মুইঅং পাড়া, থুইহ্লাঅং পাড়া, রাঙ্গাঝিরি, ক্যাঙ্গারবিল, মিরঝিরি, লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, লম্বাবিল তালিমুল কোরান নূরানী একাডেমি, নারিচবুনিয়া জুনিয়র দাখির মাদ্রাসা, দারুল ইহসান কিন্টার গার্ডেন, ইসলামীয়া জুনিয়র দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাসময়ে সরকারের নির্দেশনার অনুযায়ী বই বিতরণ অনুষ্ঠান শুরু করা হয়েছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন