বাঘাইছড়িতে মারিশ্যা জোন পরিচালিত বিদ্যালয় পুন:নির্মাণ সম্পন্ন

বাঘাইছড়ি প্রতিনিধি:

বাঘাইছড়ির মারিশ্যা সেনাজোন পরিচালিত প্রশিক্ষণ টিলা বর্ডার গার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি আবুল খায়ের স্টীলের সৌজন্যে পুন:নির্মাণ কাজ সম্পন্ন পূর্বক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুলাই) বিকেলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আনসার আলীর সভাপতিত্বে উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মো. সাজ্জাদ এসপিবিজিএম, পিএসসি ও আবুল খায়ের স্টীলের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শহীদ উল্যাহ চৌধুরী উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে মারিশ্যা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. আশরাফ আলী, অফিসার ইনচার্জ মো. আমির হোসাইন, প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল শুক্কুর মিয়া, তিন ইউপি চেয়ারম্যান, কাচালং মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দীন, দিঘীনালা উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সুভায়ন খীসা, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দীন বাহার, বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মো. শামসুল ইসলাম, সাংবাদিক ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি, আবুল খায়ের স্টীলের নির্বাহী পরিচালক, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতি বক্তব্য দেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ১১ জুন তৎকালীণ জোন কমান্ডার লে. কর্ণেল মো. হাফিজ উদ্দীনের পৃষ্ঠপোষকতায় ৪১ জন ছাত্র-ছাত্রী ও ৫ জন শিক্ষক নিয়ে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। বর্তমানে ছাত্র-ছাত্রী সংখ্যা ৮১ জন ও শিক্ষক সংখ্যা ৪ জন। বর্তমান পৃষ্ঠপোষক লে. কর্ণেল এসএম শামছুম মূহীত পিবিজিএমএস, জি, আর্টিলারি।

আবুল খায়ের স্টীলের সৌজন্যে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও আমন্ত্রিত অতিথিদের মাঝে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন