বান্দরবানে জনসেবার মাঠ কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানে সঞ্চয় ও ঋণ বিতরণ বেসরকারী সংস্থা জনসেবার থেকে ২০ লক্ষ টাকা হাতিয়ে নেয়া সংস্থাটির এক মাঠ কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুদ্ধ জনতা।

বৃহস্পতিবার বালাঘাটার সঞ্জয় বড়ুয়ার ছেলে সুব্রত বড়ুয়াকে বাজার এলাকায় সংস্থাটির বিক্ষুব্ধ গ্রহকরা গণ ধোলায় দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে।

পুলিশ জানায়, জনসেবা নামের বেসরকারী সংস্থাটির বিরুদ্ধে জনগনের সঞ্চয়ের অর্থ আত্মসাতের অভিযোগ উঠে। ২০ লক্ষ টাকারও বেশি অর্থ লোপাট করা হয় বলে ম্যানাজার মোহাম্মদ উল্লাহ মিলন অভিযোগ দায়ের করেন। সংস্থাটির ম্যানেজার ও কর্মচারীরা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অর্থ আত্মসাতের অভিযোগ আনে।

মাঠ কর্মী সুব্রত বড়ুয়া সঞ্চয়ের টাকা তুলতে গেলে গ্রাহকরা তাকে ধরে গনধোলাই দেয় ও পুলিশে সোপর্দ করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইমতিয়াজ জানান অর্থ আত্মসাতের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।     
কয়েকদিন আগে ম্যানেজার মোহাম্মদ উল্লাহ মিলন সংস্থাটির ৩ কর্মচারীর বিরুদ্ধে থানায় অর্থ আত্মসাতের অভিযোগ দায়ের করে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবানে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন