বান্দরবানে জাতীয় ভ্যাট সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে জাতীয় ভ্যাট ও ভ্যাট সপ্তাহ -২০১৮ উপলক্ষে “আগামী দিনের ভ্যাট ও বাংলাদেশ শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বান্দরবান ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটের হলরুমে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াই চ প্রু মাস্টার। বান্দরবান বিভাগের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এর বিভাগীয় কর্মকর্তা মো. কামরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এর অতিরিক্ত কমিশনার মো. কামরুজ্জামান।

এছাড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এর যুগ্ম কমিশনার মো. তফসির উদ্দিন ভূইয়াসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বলেন, বান্দরবান পার্বত্য জেলা দেশের দুর্গম জেলা হওয়া সত্বেও এখানকার ব্যবসায়ীরা নিয়মিত ভ্যাট প্রদান করছে। ব্যবসায়ীরা কখনোই  ভ্যাট ফাঁকি দিচ্ছেনা। এ সময় তিনি সকল ব্যবসায়ীকে সময়মত ভ্যাট প্রদান করতে অনুরোধ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন