মহালছড়িতে এতিম ও অন্ধ ছাত্র কসম ত্রিপুরার পাশে সেনাবাহিনী

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়িতে গরীব এতিম ও অন্ধ প্রতিবন্ধি ছাত্র কসম ত্রিপুরার পাশে দাঁড়িয়েছেন মহালছড়ি জোনের সেনাবাহিনী।

মঙ্গলবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় মহালছড়ি জোন সদরে কংচাই কার্বারী পাড়ার নুনছড়ি গ্রামের গরীব পরিবারের এতিম ও অন্ধ কসম ত্রিপুরাকে কলেজে ভর্তি হওয়ার জন্য নগদ অর্থ প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মোসতাক আহমেদ, পিএসসি।

জোন অধিনায়ক বলেন, এতিম ও অন্ধ কসম ত্রিপুরা এবারে এসএসসি পরীক্ষায় পাশ করার পর টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারছেন না। তিনি খবর পাওয়ার সাথে সাথে তাকে জোনে নিয়ে এসে কলেজে ভর্তি হওয়ার জন্য নগদ অর্থ প্রদান করেছেন। পরবর্তীতে তাঁর লেখাপড়ার যাবতীয় খরচাদি মহালছড়ি জোন থেকে বহন করা হবে বলে জানান তিনি।

এতিম ও অন্ধ কসম ত্রিপুরার পাশে দাঁড়ানোর স্বার্থকতা কি জানতে চাইলে জোন অধিনায়ক বলেন, স্বার্থের কথা চিন্তা না করে সেনাবাহিনী মানবতাকে প্রাধান্য দিয়ে সারাদেশে নিস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। এলাকার সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সাধারণ মানুষের পাশে থেকে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে।

তবে, তিনি এলাকার সকল স্তরের মানুষের সহযোগিতার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন