মহালছড়িতে জোনকর্তৃক মটরযান চালকদের সাথে মত বিনিময় সভা

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় মহালছড়ি জোনকর্তৃক সকল মটরযান চালকদের সাথে “গোষ্ঠী-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ি, সম্প্রীতির খাগড়াছড়ি” এই প্রতিপাদ্যে, যানবাহন দুর্ঘটনা প্রতিরোধ ও সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম নিয়ে মত বিনিময় সভা করেন মহালছড়ি জোন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১টার সময় উপজেলর ২৪ মাইল এলাকায় এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহালছড়ি আর্মি জোনের জোন উপ –অধিনায়ক মেজর মোহাম্মদ মনজুর-ই-এলাহি, পিএসসি।

প্রধান অতিথি মটরযান চালকদেরকে আইনের সকল ধারা মেনে চলা, মাথায় হেলমেট, দুইয়ের অধিক যাত্রী না নেওয়া, দ্রুত গতিতে না চালানো, অপরিচিত যাত্রী না নেওয়া, চোরাই মোটরসাইকেল ব্যবহার না করা, অপরিচিত স্থানে না যাওয়ার বিষয়ে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি থানার এসআই হাবিব উল্লাহ্, মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী ওসমান গণি, মটরযান চালক সমিতির সভাপতিবৃন্দসহ স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন