মহালছড়িতে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের সাথে নিরাপত্তা ও সচেতনতামূলক মতবিনিময় সভা

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার মহালছড়ি জোনের উদ্যোগে ভাড়ায় মোটরসাইকেল চালকদের সাথে সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২ নবেম্বর) মহালছড়ি জোন সদর এর হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মাদ মোসতাক আহমদ পিএসসি।

অনুষ্ঠানে চালকদেরকে আইনের সকল ধারা মেনে চলা, মাথায় হেলমেট, দুইয়ের অধিক যাত্রী না নেওয়া, দ্রুত গতিতে না চালানো, অপরিচিত যাত্রী না নেওয়া, চোরাই মোটরসাইকেল ব্যবহার না করা, অপরিচিত স্থানে না যাওয়ার বিষয়ে অতিথিরা পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।

তাছাড়াও ওই অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় মোটরসাইকেল চালকদের সমস্যা সম্পর্কে যানতে চাইলে, তারা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন, বক্তারা সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি থানার ওসি (তদন্ত) মো. হুমায়ন কবির, সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা, মোটরসাইকেল চালক সমিতির সভাপতিবৃন্দসহ স্থানীয় গন্যমাধ্যম ব্যক্তিবর্গ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন