মহেশখালীর কয়লা বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

fec-image

মহেশখালীর মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক  বিতরণ করেছেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।

রোববার (২১ জুলাই) সকাল ১০টায় কয়লাবিদ্যুৎ কেন্দ্রের কোল পাওয়ার জেনারেশন কোম্পানির সম্মেলনে কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সব চেক বিতরণ করেন তিনি। কোল পাওয়ার জেনারেশন কোম্পানির ২১৩ জনকে বিভিন্ন অংকের ক্ষতিপূরণের চেক ইস্যু হয়। আনুষ্ঠানিকভাবে ওইসব চেক বিতরণের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে চেক প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, ‘দেশের উন্নয়নের জন্য মাতারবাড়িতে তৈরি হচ্ছে দেশের সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়নের জমি দেয়াসহ নানাভাবে মাতারবাড়ির মানুষ সহযোগিতা করে যাচ্ছেন। এতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তাদের সেই ক্ষতি পুষিয়ে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মোতাবেক জমির মালিক, শ্রমিকনসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। এই ক্ষতিপূরণের অর্থ বিতরণ করা হয়েছে এবং পর্যাক্রমে সবাই ক্ষতিপূরণের অর্থ পাবেন।’

এ সময় স্থানীয়দের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘ক্ষতিপূরণের টাকা তুলতে গিয়ে কাগজপত্র জটিলতাসহ সব ধরণের জটিলটা সমাধানের জন্য সব দপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে। যেসব সমস্যা ঝুলে রয়েছে তাদের সমস্যাগুলো সমাধান করে দ্রত তাদেরও টাকা পাওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়াও মাতারবাড়িতে বাস্তবায়নাধীন প্রকল্পে স্থানীয় যোগ্য লোকদের কর্মসংস্থানের ব্যবস্থা শতভাগ বাস্তবায়ন হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোল পাওয়ার জেনারেশন কোম্পানির নির্বাহী পরিচালক মোঃ নজরুল ইসলাম, মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ, কোল পাওয়ার জেনারেশন কোম্পানির তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির, প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মনিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান এনামুল হক রহুল, জেলা পরিষদের সদস্য মাস্টার রুহুল আমিন ও মোশারফা জন্নাত, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাস্টার নূর বক্স এমএড, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সৈয়দুল কাদের।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আইন বিষয়ক সম্পাদক কায়ছার ছিদ্দিকী সোহেল, ধলঘাটার সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সেলিম উল্লাহ সেলিম, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের উপজেলা সভাপতি ডা. শাহাব উদ্দীন, মাতারবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কাশেম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুরাদুল ইসলাম মুরাদ, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য কামরুন্নেছা কাজল, উপজেলা শ্রমিকলীগ নেতা মুছা কলিম উল্লাহ, মাতারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আবদুুল কাইয়ুমসহ আরো অনেক।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কয়লা বিদ্যুৎ কেন্দ্র, মহেশখালী, মাতারবাড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন