মাইগ্রেনের সঙ্গে থাকে যেসব রোগ

মাইগ্রেনের সমস্যা থেকে থাকলে আপনার জন্য রয়েছে আরও একটি দুঃসংবাদ। ঝুঁকিপূর্ণ আরও বেশ কয়েকটি রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে আপনার। এমনও হতে পারে আপনি ইতোমধ্যেই আক্রান্ত, কিন্তু বুঝতে পারছেন না। চলুন জেনে নেই ওই রোগগুলোর নাম,

১. বিষণ্নতা: বর্তমান সময়ে বিষণ্নতায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে এবং এটি মানসিকভাবে একজন মানুষকে পঙ্গু করে দিতে পারে। আপনি যদি ঘন ঘন মাইগ্রেনে আক্রান্ত হন, তাহলে বেশ বড় একটি আশঙ্কা রয়েছে আপনি বিষণ্নতায় ভুগছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

২. উদ্বেগ: ঘন ঘন মাইগ্রেনে আক্রান্তরা উদ্বেগ বা দুশ্চিন্তাজনিত রোগে ভুগছেন এমন আশঙ্কাও রয়েছে। এমনটা্ও হতে পারে এই রোগের কারণেই আপনি বারবার মাইগ্রেনের ব্যথায় আক্রান্ত হচ্ছেন। দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

৩. স্ট্রোক: অসংখ্য গবেষণায় স্ট্রোক এবং মাইগ্রেনের মধ্যে সম্পর্ক রয়েছে এমন তথ্য উঠে এসেছে। হতে পারে আপনি অধূমপায়ী এবং নিয়ম মেনে চলেন। কিন্তু আপনার যদি মাইগ্রেনের সমস্যা থেকে থাকে, তাহলেআপনার স্ট্রোক হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

৪. মৃগী রোগ: মাইগ্রেনের সমস্যা থেকে থাকলে, এই রোগটিতেও আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে আপনার। কারণ দুটি রোগই মস্তিষ্কের একই স্থানের স্নায়ুকে আক্রান্ত করে বেড়ে ওঠে। যদি মৃগী রোগের কোনও আলামত নিজের মধ্যে দেখতে পান, তাহলে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

৫. হৃদরোগ: স্ট্রোকের মতো হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও রয়েছে মাইগ্রেন আক্রান্তদের। এক গবেষণায় দেখা গেছে, মাইগ্রেন আক্রান্তদের মধ্যে হৃদরোগ, রক্তচাপ ও ডায়াবেটিসে মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি থাকে। এর হাত থেকে রেহাই পেতে ওজন, কোলোস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে সতর্কবার্তা জানিয়েছেন বিশেষজ্ঞরা।

৬. শ্বাসকষ্ট: যদিও দুটি দুই ধরনের রোগ। দুটি রোগেরই উপসর্গ থেকে শুরু করে উতপত্তি স্থল সম্পূর্ণ আলাদা। তারপরেও মাইগ্রেন আক্রান্তদের শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার মাত্রা লক্ষণীয়। এরকমটি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *