মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্স হস্তান্তর

fec-image

মানিকছড়ি উপজেলার ৫০ শয্যা হাসপাতালে এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেছেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার পুরাতন হাসপাতালটি সম্প্রতি ৫০ শয্যায় রুপান্তরিত হলেও সেখানে জনবল, আসবাবপত্র সরঞ্জামাদি এখনো ১০ শয্যার রয়ে গেছে। ফলে নিয়মিত চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছিল। গত ২ মে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি এ্যাম্বুলেন্স হাসপাতালে সরবরাহ করা হয়।

ফলে শনিবার (১১ মে) রাত সাড়ে ৮টায় খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা হাসপাতাল পরিদর্শণে আসেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের লোকজন সাংসদকে ফুলেল শুভেচ্ছা জানায়।

পরে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা. মো. নোমান মিয়ার হাতে এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।

এরপর সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা ৫০ শয্যা হাসপাতালটির বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের খোঁজ-খবর নেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মোহন, ক্যজয়রী মহাজন, মো. আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এমএ রাজ্জাক, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফিউল আলম চৌধুরী, অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ, আওয়ামী লীগ নেতা এসএম রবিউল ফারুক, মো. আবদুল কাদের, যুবলীগ নেতা মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামালসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন