“বিমানে একজন শিশুসহ ২৯ জন আরোহী, দুইজন পাইলট ও দুইজন কেবিন ক্রু ছিলেন।’”

মিয়ানমারের বিমানবন্দরে দুর্ঘটনার শিকার বাংলাদেশ বিমান

ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার শিকার বাংলাদেশ বিমানের উড়োজাহাজ। ছবি: মিয়ানমার টাইমস

 

মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। এতে বিমানটির পাইলট আহত হয়েছেন বলে জানা গেছে।সূত্র: মিয়ানমার টাইমস

বুধবার (৮ মে) সন্ধ্যা ৬টার দিকে অবতরণের সময় বিমানের ড্যাশ-৮ উড়েোজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।

মিয়ানমার টাইমস জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এস২-এজিকিউ-বোমবার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ ফ্লাইটের পাইলটসহ আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। দুর্ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে ইয়াঙ্গুনগামী ড্যাশ-৮ উড়োজাহাজের একটি ফ্লাইট (বিজি ০৬০) বিকাল ৩টা ৪৫ মিনিটে ঢাকা ত্যাগ করে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ইয়াঙ্গুনে অবতরণের সময় বৈরি আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানে একজন শিশুসহ ২৯ জন আরোহী, দুইজন পাইলট ও দুইজন কেবিন ক্রু ছিলেন।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন