adv 728

রাঙামাটিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা

fec-image

নিউজ ডেস্ক:

তীব্র দাবদাহে পুড়ছে সারা দেশ। অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তাপমাত্রা ক্রমাগত বেড়েই চলেছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাঙামাটিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজধানীতে ৩৫ দশমিক ২, ময়মনসিংহে ৩৪ দশমিক ৫, চট্টগ্রামে ৩৬, সিলেটে ৩৫ দশমিক ৯, রাজশাহীতে ৩৪ দশমিক ৬, রংপুরে ৩২ দশমিক ৪, খুলনায় ৩৬ দশমিক ৫ ও বরিশাল জেলায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এসময় তপ্ত হয়ে ওঠে রাস্তা–ঘাট, দালান–কাঠামোও। হাঁফ ছাড়তে মানুষ আশ্রয় খুঁজে ছায়ায়।

অস্বস্তিকর গরমে মাথা ব্যাথাসহ অন্যান্য শারীরিক দুর্বলতায় ভুগছে সাধারণ জনগণ। বিশেষ করে দুপুরের পর কড়া রৌদ ও তাপমাত্রায় তাদের প্রাঁণ যেন যায় যায় অবস্থা।

গরমে স্বস্তি ফেরাতে ডাব, মিষ্টি দই, ফিরনি, দই–চিঁড়াসহ বিভিন্ন ফলে জুসের বিক্রি বেড়ে গেছে।

অনেককেই গরম থেকে স্বস্তি পেতে রাস্তার পাশে অবস্থিত বিভিন্ন শপিং মল, রেস্তোরা, ক্লিনিকসহ শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় নিতেও দেখা গেছে।

এদিকে আবহাওয়া অধিদফতরের আগামী দুই দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা বাড়তে থাকবে।

ঘটনাপ্রবাহ: রাঙামাটিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =

আরও পড়ুন