রাজস্থলীতে কৃষি ব্যাংকের উদ্যোগে লাইভ অপারেশন কার্যক্রম উদ্বোধন

রাজস্থলী প্রতিনিধি:

প্রান্তিক চাষীদের সাবলম্বী করতে বাংলাদেশ কৃষি ব্যাংক রাজস্থলী শাখা উদ্যোগ নিয়েছেন কৃষি ঋণ বিতরণে।

বুধবার(৭ নভম্বর) সকাল ১১টায় কৃষি ব্যাংক প্রাঙ্গনে রাঙ্গামাটি বিকেবি আঞ্চলিক কর্মকর্তা সুমন মিত্র এর উপস্থাপনায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ কৃষি ব্যাংক রাজস্থলী শাখার ব্যবস্থাপক সতী রনজন  চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.আর.এম ছালারে জাহান মহাব্যবস্থাপক বিকেবি বিভাগীয় কার্যালয় চট্টগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, জনাব সৃজন ধর, আঞ্চলিক কার্যালয়, রাঙ্গামাটি। ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রান্তিক চাষীদের সুবিধা অর্জনের লক্ষ্যে বর্তমান সরকার কৃষকদের মাঝে ঋণ প্রদান করে সাবলম্বী করার উদ্যোগ নিয়েছেন।

তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ব্যাংক থেকে ঋণ গ্রহন করে চাষাবাদের মাধ্যমে উৎপাদিত পণ্য বাজারজাত করে নিয়মিত ব্যাংকের ঋণ পরিশোধ করবেন। যাতে কোনো সমস্যায় না ভোগেন। এরপর ১৫ জন কৃষককে কৃষি ঋণ ও ৩ জন এসএমই ব্যাবসায়ীক ঋণ প্রদান করা হয়। সর্বমোট ১৮ জন ব্যক্তিকে ১৩ লক্ষ ৫৩ হাজার টাকা বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি লাইভ অপারেশনের কার্যক্রম শুভ উদ্ভোধন করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন