শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

fec-image

শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদেরকে ভুমিকা রাখার আহবান জানিয়ে ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, দায়িত্ব পালনে সকলকে সচেতন হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে নবনির্মিত আইসিটি ভবন ভুমিকা রাখবে উল্লেখ করে বলেন, প্রযুক্তি নির্ভর জ্ঞান সমাজকে আলোকিত করবে।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজের আইসিটি ভবনের উদ্বোধন শেষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসাথে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারী করার মাধ্যমে গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। শুধু প্রাথমিক শিক্ষাকে সরকারী করণ করে থেমে যাননি, দেশর প্রতিটি উপজেলায় একটি করে কলেজ ও হাই স্কুলকে সরকারীকরন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে আমরা শিক্ষিত জাতি হিসেবে মাথা  উঁচু করে দাড়িয়েছি। এ উদ্যোগকে এগিয়ে নিতে হবে, সমাজের প্রতিটি ঘরে এর সুফল পৌছে দিতে হবে।

মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরার সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোন অধিনায়ক নওরোজ নিকোশিয়ার পিএসসি-জি, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজরলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. সামছুল হক এবং খাগড়াছড়ি জেলা আওয়ামীরীগের সাবেক শির্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এম মোরশেদ খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক মো. নুরুল আফছার, মাটিরাঙ্গা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মো. সাদ্দাম হোসেন, ছাত্রলীগ নেতা তছলিম উদ্দিন রুবেল এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী সামিহা রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বিশেষ অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা জোন অধিনায়ক নওরোজ নিকোশিয়ার পিএসসি-জি মাটিরাঙ্গা কলেজের অডিটোরিয়াম সজ্জিত করণ, বিজ্ঞানাগারের যন্ত্রপাতি ও লাইব্রেরীর জন্য পর্যাপ্ত পুস্তক প্রদানের ঘোষনা প্রদান করে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কর্যানে অাত্মনিয়োগ করার আহবান জানান। তিনি বলেন,

অনুষ্ঠানে মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহনুর আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক চন্দন কুমার দে, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সবাপতি মো. হারুনুর রসীদ ফরাজী এবং মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিরণজয় ত্রিপুরা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজের আইসিটি ভবন নির্মান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

অনুষ্ঠানে ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিকে নবীন বরণ ক্রেস্ট প্রদান করেন মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজ গভর্নিং বডির সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ। এর আগে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র কম্বল বিতরণ, মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজ, শরনার্থী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন