সাজেকে দুস্থ নারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ

সাজেক প্রতিনিধি:

রাঙ্গামাটির সাজেক ইউনিয়নে ২৫৯ জন দুস্থ নারীর মধ্যে জনপ্রতি ৩০ দু’মাসের একসাথে ৬০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭মার্চে ) সকাল ১০টার দিকে বাঘাইহাটে সাজেক ইউনিয়ন কার্যালয়ে এসব চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নেলশন চাকমা, ইউপি সচিব বিশ্বজিত চক্রবতী, বাঘাইহাট বাজার কমিটির সভাপতি ডা. নাজিম ও সাধারণ-সম্পাদক মো. জুয়েল প্রমুখ।

চেয়ারম্যান নেলশন চাকমা বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে দু’বছর মেয়াদী এ প্রকল্প চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু হওয়া বিজিডি কার্যক্রমের মাধ্যমে ইউনিয়নের পক্ষ থেকে দুস্থ নারীদের মধ্যে ভিজিডির অধিনে ১৫ হাজার ৫৪০ কেজি চাল বিতরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন