সাজেকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

সাজেক প্রতিনিধি:

পার্বত্য জেলা রাঙ্গামাটির সাজেকের দুইটিলা বাঙ্গালীপাড়া এলাকায় হতদরিদ্র রোগীদের মধ্যে দিনব্যাপী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন ১২-বীর সেনাজোন কর্তৃপক্ষ।

রোববার (১০জুন) সকাল ১০ ঘটিকায় দুইটিলা বাঙ্গালীপাড়া এলাকায় এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় অর্ধশতাধিক পাহাড়ী বাঙালী রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন বাঘাইহাট সেনা জোন মেডিকেল টিমের আরএমও ক্যাপ্টেন খায়রুল এনাম মো. শাফায়েত জামিল।

এ বিষয়ে সেনা জোন কতৃপক্ষ থেকে জানানো হয়, পাহাড়ী অঞ্চলের দুর্গম এলাকায় সাধারণ মানুষের পক্ষে উচু নিচু পাহাড় বেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা সম্ভব না হওয়ায় এসব রোগী চিকিৎসা সেবা হতে বঞ্চিত হয়। সেই দুর্গম এলাকার সাধারণ গরীব মানুষের কথা চিন্তা করে জোনের পক্ষ হতে এ মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন