রাঙ্গামাটিতে

৭৯ হাজার ৮৮৪ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে

fec-image

এবারের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনর আওতায় রাঙ্গামাটি জেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ১শত ৮৮ শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭০ হাজার ৬৯৬ শিশুকে একটি লাল রঙের ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

শনিবার সকালে রাঙ্গামাটি জেলা সদর হাসপাতালে শিশুদেরকে ভিটামিন ’এ’ প্লাস খাওয়ানোর মাধ্যমে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্ঞানেন্দু বিকাশ চাকমা।

এ সময় জেলা সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, রাঙ্গামাটি জেলা ডেপুটি সিভিল সার্জন ডা: নিহার রঞ্জন নন্দী, রাঙ্গামাটি হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: শওকত আকবর, ডা. বিনোদ শেখর চাকমা, পৌর কমিশনার কালায়ন চাকমাসহ অন্যান্য ডাক্তার ও নার্সরা উপস্থিত ছিলেন ।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ১হাজার ৩শত ১৫টি কেন্দ্রের মাধ্যমে রাঙ্গামাটির ১০ উপজেলা ও দুটি পৌরসভায় এই ভিটামিন এ প্লাস খাওয়ানো হয়েছে।

এদিকে রাঙ্গামাটি জেলায় ১৩১৫টি কেন্দ্রের মাধ্যমে ২হাজার ৮৭১ জন স্বেচ্ছাসেবী, মাঠকর্মী এই ভিটামিন এ প্লাস খাওয়ানোর কাজে নিয়োজিত রয়েছেন। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে একাধিক মনিটরিং টিমের মাধ্যমে ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।

স্থায়ী টিকাদান কেন্দ্রেগুলোর পাশাপাশি অস্থায়ী টিকাদান কেন্দ্র এবং ভ্রাম্যমান কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। আর জেলার দূর্গম এলাকা সমূহের শিশুরা যাতে কর্মসূচীর আওতায় থাকে সে বিষয়ে স্বাস্থ্য বিভাগ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানান সিভিল সার্জন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন